স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট করতে না চাইলে
বর্তমান যুগে সবার সর্বক্ষণের সঙ্গী স্মার্টফোন। এই যুগে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল। অনলাইন ক্লাস হোক বা অফিস মিটিং সবখানেই এই গ্যাজেটটির চাহিদা দিন দিন বাড়ছেই। তবে সঠিকভাবে স্মার্টফোন ব্যবহার না করলে বিপদ ঘনিয়ে আসতে পারে খুব শিগগিরই। কিছু ভুলের জন্য স্মার্টফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
রাতভর স্মার্টফোন চার্জিং
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে ইউটিউবের সতর্কবার্তা, শিশুদের ঝুঁকি বাড়বে
প্রায় মানুষই এই ভুলটি করেন। না জেনে বা জেনেশুনেই সারারাত ফোন চার্জে দিয়ে রাখেন। স্মার্টফোন ভালো রাখতে এই অভ্যাস বদলে ফেলুন। কারণ ফুল চার্জ হওয়ার পরেও চার্জার কানেক্ট করে রাখলে কমতে থাকে ফোনের ব্যাটারির আয়ু। দিনের পর দন এ কাজ করলে তাড়াতাড়ি আপনার স্মার্টফোনের ব্যাটারির কার্যক্ষমতা হারাবে।
প্লাগ থেকে চার্জার খুলে রাখুন
আরও পড়ুন: ঢাবিতে এআই ও আধুনিক শিক্ষণ কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
চার্জার সারাক্ষণ প্লাগে লাগিয়ে রাখলে স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমে যায় কয়েকগুণ। ফোন ফুল চার্জ হলে চার্জার প্লাগ থেকে খুলে নিন বা সুইচ বন্ধ করে দিন। ফোন চার্জ সম্পূর্ণ হওয়ার পরেও চার্জার লাগিয়ে রাখা ঠিক নয়।
রোদে স্মার্টফোন চার্জ
অতিরিক্ত গরম কোনো জায়গায় স্মার্টফোন চার্জ করবেন না। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে তার প্রভাব সরাসরি ফোনের উপরে পড়ে।
চার্জিংয়ের সময় ফোন ব্যবহার
ফোন চার্জিংয়ের সময় প্রচুর মানুষ ফোন ব্যবহার করতে থাকেন। এটা না করা ভালো। ফোন চার্জিংয়ের সময় ব্যবহার করতে বাড়তে থাকে ব্যাটারির তাপমাত্রা। যা আসলে ব্যাটারির ক্ষতি করে। ২০ শতাংশ চার্জ থাকতেই স্মার্টফোন চার্জে দিন এবং ৯৯ শতাংশ হলেই খুলে ফেলুন।





