রান্নার তেলে উড়াল দিল উড়োজাহাজ
রান্নার তেলে উড়াল দিল উড়োজাহাজ। রান্না করার তেলে দিয়ে ট্রান্সআটলান্টিক ফ্লাইটটি ইংল্যান্ড ছেড়ে গেল। বিমানটি গত ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দর ছেড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মার্কিন এয়ারলাইন্স কোম্পানি ভার্জিন আটলান্টিকের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার 'ভার্জিন ১০০' উড়োজাহজটিতে টেকসই অ্যাভিয়েশন ফুয়েল (এসএএফ) ব্যবহার করা হয়েছে। এই উড়োজাহজটি গত ২৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে লন্ডন ত্যাগ করে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা নিয়ে ইউটিউবের সতর্কবার্তা, শিশুদের ঝুঁকি বাড়বে
ফ্লাইটটিতে ভার্জিন আটলান্টিকে প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন ও যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী মার্ক হারপার ছিলেন। তবে এতে সাধারণ কোনো যাত্রী ছিলেন না।
এসএএফ কৃষি বর্জ্য ও রান্নার তেলের সংমিশ্রণে তৈরি করা হয়। এটি ৭০ শতাংশ কম কার্বন উৎপাদন করে।
আরও পড়ুন: ঢাবিতে এআই ও আধুনিক শিক্ষণ কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
তবে সমালোচকরা বলছেন, এসএএফের সুবিধাগুলোকে অতিরঞ্জিত করা হচ্ছে।





