বেনাপোলে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

ছবি : বাংলাবাজার পত্রিকা
যশোরের বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার বেনাপোল পোর্টথানা পুলিশ।
শনিবার (১১ আগস্ট) দিবাগত রাতে যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
গ্রেফতাররা হলেন, রমনা মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আনোয়ারুল ইসলাম (৩৮)। তিনি মো. বাহার আলী মোল্লার ছেলে। অপরজন মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২)। তিনি মোহাম্মদ আফিল উদ্দিন মোল্লার ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে