পদ্মা নদীতে গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু
রাজশাহীর পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে ডুবে তিন কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করে। দুপুর ১টার দিকে পবা উপজেলার চরশ্যামপুর এলাকায় নদীতে ডুবে যায় কিশোররা।
নিহতরা হলো পবা উপজেলার কাটাখালির বাখরা বাঁশ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা রেন্টুর ছেলে যুবরাজ (১২), নুর ইসলামের ছেলে নুরুজ্জামান (১৪), লিটনের ছেলে আরিফ (১৪)। তারা সবাই স্কুলশিক্ষার্থী।
আরও পড়ুন: টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গেছে, সাত কিশোর একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমেছিল। এক পর্যায়ে তিনজন পানিতে তলিয়ে যায়। বাকি চারজন চেষ্টা করলেও কাউকে উদ্ধার করতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা ঢাকা পোস্টকে বলেন, পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কাশিয়ানীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহাযজ্ঞ





