আ’লীগ নেত্রীর শ্লীলতাহানির অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মামলা

যশোরে তাসলিমা ইসলাম নামে এক আ’লীগ নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি নামে এক আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই নারী যশোর জেলা মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদিকা এবং সাবেক ইউপি সদস্য।
বুধবার (১২ই জুন) বেলা ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ গোলাম কবিরের আদালতে এ মামলা করেন ভুক্তভোগী নারী তাসলিমা ইসলাম।
আরও পড়ুন: কাপাসিয়ায় আওয়ামী লীগের ৬ জন নেতাসহ ৭ জনকে গ্রেফতার
বিচারক পুলিশ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর কে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী রুহিন বালুজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।
আরও পড়ুন: রূপগঞ্জে শতাধিক গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও সমিতির প্রতারকরা, দিশেহারা গ্রাহকরা
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, বাদী তাসলিমা ইসলাম একজন বিধবা নারী। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদিকা এবং সাবেক ইউপি সদস্য। দলীয় কর্মী হিসেবে তার সঙ্গে জনির সুসম্পর্ক রয়েছে। জনি প্রায়ই তাসলিমার বাড়িতে যেতেন।
তাসলিমার পারিবারিক জমি সংক্রান্ত ঝামেলা থাকায় আইনগত পরামর্শের জন্য জনিকে অনুরোধ করেন। এরপর জনি গত ১০ জুন রাত সাড়ে ৮টার দিকে তাসলিমার বাড়িতে যান। এ সময় বাড়িতে কেউ ছিল না। আলোচনার একপর্যায়ে জনি আকস্মিক তার শ্লীলতাহানি করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাসলিমা তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন এবং গালিগালাজ করলে জনি দ্রুত ঘর থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে চলে যান। এ অবস্থায় ন্যায়বিচার পেতে আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।
মামলার বিষয়ে অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনি বলেন, মামলা হয়েছে শুনেছি। তবে ওই নারীকে আমি চিনি না। পিপিকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে যে মামলা হয়েছে আমি তার পিটিশনকারী। যে কারণে একটি চক্র আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এক টি চক্র আমার বিরুদ্ধে কুৎসা রটনা করছে।