সোনারগাঁওয়ে ভোক্তা অধিকারের অভিযানে দুটি কোম্পানিকে জরিমানা

Any Akter
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ন, ২৪ জুন ২০২৪ | আপডেট: ৪:৫০ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ২টি কোম্পানিকে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ও ক্যামিকেল ব্যবহার করায় জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (২৩ জুন) দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় অবস্থিত মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ প্রস্তুত করার দায়ে বেষ্ট এন্টারপ্রাইজকে ৩০ হাজার এবং মেয়াদ উত্তীর্ণ ক্যামিকেল ব্যবহার করে এলসন চকলেট, লিচু উৎপাদন করার দায়ে এলসন ফুডসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে কর্মকর্তা ও র‍্যাব যৌথ ভাবে কাঁচপুরে এ অভিযান চালায়

আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে