ভোলায় বিনামুল্যে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

Abid Rayhan Jaki
ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৪ | আপডেট: ১২:৪৬ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জেলার উপজেলা সদরে ৪ হাজার ৫৫০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ করা

হয়েছে। এরমধ্যে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে রোপা আমান ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৮৫০ কৃষক ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ রেমালে ক্ষতিগ্রস্ত - ১৭০০ কৃষকের মাঝে এসব প্রণোদনা প্রদান করা হয়। বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ মিয়া।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা আক্তার

চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান। অনুষ্ঠানের প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

কেজি এমওপি সার প্রদান করা হয়।