টাঙ্গাইলে শেখ হাসিনার বিচার দাবীতে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

Any Akter
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৪ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
টাঙ্গাইলে জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার  সকাল থেকে শহরের পৌর উদ্যানে অবস্থান কর্মসূচি শুরু করে জেলা বিএনপি। এসময় বিএনপির অঙ্গসংগঠনের নেতারা শহরের বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল ও করেন। 

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবাল, সহ সভাপতি জিয়াউল হক শাহিন সহ নেতাকর্মীরা। 

এসময় বক্তারা বলেন,শেখ হাসিনা যে সমস্ত সাধারণ ছাত্র ছাত্রী ও মানুষ খুন করেছে সেই হত্যার বিচার করতে হবে। ভারতে বসে যত বুদ্ধি পাকান না কেন তা আমরা প্রতিহত করবো। সাধারণ ছাত্রদের ধন্যবাদ জানাই যে এই অবৈধ হাসিনা সরকারকে আপনারা পতন করেছেন।