হবিগঞ্জের চুনারুঘাটে ৩১৬ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ

হবিগঞ্জের চুনারুঘাটে ৩১৬ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চিনি রয়েছে। চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সীমান্ত দিয়ে ৩১৭ বস্তায় ১৫ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি অবৈধভাবে চুনারুঘাটে নিয়ে আসে চোরাকারবারিরা। রাতে এগুলো ট্রাকে ভর্তি করে ওপরে বালু দিয়ে ঢেকে শায়েস্তাগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার ভোরে থানার এএসআই ওয়াসিমুল ইসলামসহ পুলিশ সদস্যরা দুর্গাপুর বাজারে ট্রাকটি আটক করেন।
আটক করা হয় পাচারের সাথে জড়িত ৩ জনকে। আটককৃতরা হলো- বাহুবল উপজেলার রুপশংকর গ্রামের সিরাজ আলীর ছেলে রহমত আলী (৩৮), একই উপজেলার চরগাঁও গ্রামের খোরশেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬) ও কচুয়াদি গ্রামের আব্দুল মতিনের ছেলে আশিক মিয়া (২২)।