এ দেশের মানুষ সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত আছে : নিতাই রায় চৌধুরী
কিছু কিছু মানুষ নিজেদের স্বার্থে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এদেশের হিন্দু মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ আগেও শান্তিতে ছিল, এখন আরো বেশি আছে এবং ভবিষ্যতেও মিলেমিশে শান্তিতে থাকবে। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। এ দেশের মানুষ সব ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত আছে।
শুক্রবার রাতে মাগুরায় মহম্মদপুর উপজেলার বাজার রাধানগর মহানামযজ্ঞ অনুষ্ঠানে এসব কথা বলেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
তিনি আরো বলেন, এবারও অন্যান্য বছরের মতো উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয়েছে। বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগের যে যেমন পেরেছে লুটপাট করেছে। দুর্নীতির মাধ্যমে একেক জন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে।
এসময় মহম্মদপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব শিকদার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





