সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশ বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

AK Azad
ধর্মপাশা প্রতিনিধি
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৩:৩৮ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৫
ছবি: সংগৃহীত।
ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার এস আই মোঃআলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর সার্বজনীন কালী মন্দিরের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে গতকাল সোমবার দুপুর ১ টায় ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ,৩ টি কাচের বোতলে বিদেশি মদ,যার বাজার মুল্য ৫২০০ শত টাকা ও ১ টি মোটরসাইকেল জব্দ করে। জব্দ কৃত মোটরসাইকেলটি প্লাটিনা রেজি নং - সিলেট - হ ১৩-৯৭৪৮।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল ১. মোঃরবিন(২৪), পিতা- বকুল মিয়া, সাং বাহাদুরপুর,উপজেলা বারহাট্রা জেলা নেএকোনা ২.মোঃবাবু(২০), পিতা - মোঃমালেক,গ্রামঃ  বেখইজুড়া উপজেলা - ধর্মপাশা, জেলা – সুনামগঞ্জ ও ৩.বিপুল মিয়া(২৫), পিতা-শফিক মিয়া, গ্রামঃ দুগনই, উপজেলাঃ মধ্যনগর, জেলা সুনামগঞ্জ। তাদের কাছ থেকে আরও  ২ জনের নাম বেড়িয়ে আসে এবং তারা পলাতক আছে।

পলাতক আসামীরা হল শফিক মিয়া(৫৫), পিতা মৃত কালামিয়া  ও তার ছেলে  তৈফিক মিয়া(৩৮) গ্রামঃ দুগনই উপজেলা মধ্যনগর জেলা - সুনামগঞ্জ। উল্লেখিত ৫ জন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মধ্যনগর থানা পুলিশ একটি মামলা রজু করেছে, মামলা নং -০৫, তারিখ ০৬-০১-২০২৫ ইং।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান জানান, দীর্ঘদিন যাবৎ আসামীরা গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল, ৩ জন আসামী গ্রেফতার হয়েছে বাকী ২ জনকে গ্রেফতার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

 গ্রেফতারকৃত ৩ জন আসামীকে ৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ১২ টায় ধর্মপাশা বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর  করে সুনামগঞ্জ জেল - হাজতে প্রেরণ করেন।