আকরাম-রায়হানের নেতৃত্বে ঢাবিস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রসংগঠন

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ৬:২৬ পূর্বাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগঠনটির বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম হোসাইন রাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান নির্বাচিত হয়েছেন। ছাত্র প্রতিনিধি হিসেবে আব্দুল্লাহ আল রাব্বি এবং আমেনা আক্তার এবং ছাত্রী প্রতিনিধি  হিসেবে তাওহিদা আক্তার রোকাইয়া নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

এছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শ্রাবণী আক্তার, সাংগঠনিক সম্পাদক পদে আল জুবায়ের তামিম, দপ্তর সম্পাদক পদে সাখাওয়াত হোসেন তনয়, কোষাধ্যক্ষ পদে  শাহ নূর সাজিদ ইউসুফ, ক্রীড়া সম্পাদক পদে সালমান হোসেন এবং সাংস্কৃতিক সম্পাদক পদে  উমা রানী পোদ্দার নির্বাচিত হয়েছেন।

২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ। এবছরই প্রথম সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

নবনির্বাচিত সভাপতি আকরাম হোসেন রাজ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন,  ঢাবিস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের প্রথম নির্বাচন হয়েছে এবং আমি সভাপতি পদে নির্বাচিত হয়েছি। প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী নয় বরং পরস্পরের সহযোগী হয়ে আগামী দিনে এ সংগঠনকে শিক্ষার্থীদের জন্য কল্যাণকর এবং কার্যকর একটি প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।

সাধারণ সম্পাদক আবু রায়হান বলেন, কিশোরগঞ্জ জেলা ঐক্য পরিষদে এইবার থেকে শুরু হতে যাওয়া গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক। আগামী দিনগুলোতে এ সংগঠনকে গতিশীল ও ছাত্রবান্ধব করার সর্বোচ্চ চেষ্টা করবো।