শ্যামনগরে মাদার নদীর চরে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের কালিঞ্চী এলাকায় মাদার নদীর চরে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন আলম (৩২) নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৪ শে মার্চ সোমবার সকাল সাতটার দিকে উপজেলা রমজাননগর ইউনিয়নের কালিঞ্চী এলাকা থেকে ইয়াসিন আলম ৩২ এর মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: শ্রীপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ
পার্শ্ববর্তী কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের মৃত জবেদ আলীর পুত্র ইয়াসিন আলম। জানা যায় ইয়াসিন আলম পেশায় একজন ইট ভাড়া শ্রমিক ছিলেন।
আব্দুল কাদের এবং ফারুক হোসেন সহ স্থানীয়রা বলেন, ইয়াসিন আলম দুই দিন আগে ইটভাটা থেকে বাড়িতে ফিরে আসছে। তার প্রথম স্ত্রীর (তালাক দেয়া) সাথে ফোনে কথা বলা নিয়ে দ্বিতীয়/বর্তমান স্ত্রীর সাথে বাদানুবাদের জের ধরে স্ত্রী ও শ্যালক একত্রে রবিবার ইয়াসিনকে মারধর করে। পরে রাত্রে বাড়িতে ফিরে ইয়াসিন আলম তার স্ত্রীকে মারধর করে। এসময় সেখানে উপস্থিত তার শ্যালক সহ অন্যরা বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে ঝাপ দেয়।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
পরবর্তীতে সোমবার সকালে কালিঞ্চী এলাকায় মাদার নদীর চরে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশ।
এছাড়াও আব্দুল হামিদ সহ স্থানীয় অপর একটি সূত্র বলেন, প্রথম স্ত্রীর সাথে ফোনে কথা বলা নিয়ে বর্তমান স্ত্রীর সাথে ইয়াসিন আলমের ঝগড়া হয়। পরবর্তীতে ইয়াসিন জৈনক রাশেদুল ইসলামকে দায়িত্ব দেন তার ছেলেকে একটি দলিল পৌঁছে দিতে অতঃপর আত্মহত্যা করেছে।
এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ জনাব হুমায়ুন কবির মোল্যা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হইছে। ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ মর্গে প্রেরণের চেষ্টা চলছে। সাথে সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।