বনানীতে বাস উল্টে ৪২ জন আহত

বনানীতে বাস উল্টে ৪২ জন আহত। ছবিঃ সংগৃহীত
রাজধানীর বনানীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৪২ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৬-৭ জন গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
জানা যায়, পরিস্থান পরিবহনের বাসটি গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো।
আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে খাগড়াছড়িতে অস্ত্রগুলি সহ আটক ১
বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার বলেন, পরিস্থান পরিবহনের একটি বাস আজ ভোরে বনানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটি মূলত গার্মেন্টস শ্রমিকদের আনা নেওয়া করতো। গার্মেন্টস শ্রমিকদের নিয়ে বাসটি গাজীপুর যাচ্ছিল। এর মাঝখানে বনানীতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে বাসটি রয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার