নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা
ছয় দফা দাবিতে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে অধ্যক্ষের কক্ষসহ প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
দেশব্যাপী কারিগরি ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল হতে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাস উত্তপ্ত হতে থাকে। পরে দুপুরে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে শার্টডাউনের সিদ্ধান্ত নেন। পরে তারা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, অধ্যক্ষের কক্ষসহ প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ৬ দফা দাবিতে গত ১৬ এপ্রিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। ওই সময় জেলা প্রশাসকের আশ্বাসে আমরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছিলাম। আজও পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। তাই আজ থেকে প্রতিষ্ঠানটিতে শার্ট ডাউন কর্মসূচি পালন করা হচ্ছে। আমাদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখ্যযোগ্য হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করা।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





