পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলির প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
পটুয়াখালী সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। বুধবার (৭ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।
বক্তারা বলেন, একজন সৎ ও জনবান্ধব কর্মকর্তাকে হঠাৎ বদলি করা অনাকাঙ্ক্ষিত। কোনো অভিযোগ প্রমাণিত না হলেও পরিকল্পিতভাবে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
প্রবীণ কৃষক আব্দুর রহমান বলেন, “মোস্তাফিজ স্যার আমাদের অভিভাবক, কৃষকের পাশে থাকা একজন প্রকৃত সহায়ক।”
এ বিষয়ে কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ২০২৩ সালের মে মাসে যোগদানের পর কৃষি খাতে দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করি। উৎপাদন বাড়ে ধান, ভুট্টা ও শাকসবজিতে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
যোগদানের পরপরই সার ব্যবসায়ীদের অনিয়ম শনাক্ত করে ব্যবস্থা নেওয়ায় জন্যে বিভিন্ন মিটিং এ কথা বলি এবং জেলাপ্রশাসক স্যারের সদয় দৃষ্টিতে এই চক্রের অসাধু কাজে বাধা পরে এতে ক্ষুব্ধ একটি গোষ্ঠী অপপ্রচার চালায়। পরবর্তীতে মন্ত্রণালয়ের তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে দুই দিন আগে নির্দোষ ঘোষণা করা হয়।
তবুও সেই প্রভাবশালী মহলের চাপে বদলির আদেশ বাস্তবায়ন করা হয়েছে বলে তার দাবি।
কৃষকরা তার পক্ষে মানববন্ধন করেছে এবং বদলি আদেশ বাতিল করে তাকে পূর্ণ সময় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানান।





