নরসিংদীতে দু'পক্ষের গোলাগুলি, শিশুসহ গুলিবিদ্ধ ২

নরসিংদী রায়পুরায় দু'পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলিতে শিশু ও এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র সহ ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৯ জুন) সকাল ১১ টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে বর্তমান চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল ও মাদক ব্যবসায়ী সুহেল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এসময় সুহেল গ্রুপের ছোঁড়া গুলিতে ৮ বছর বয়সী এক শিশু এবং স্থানীয় মাদ্রাসায় পড়ুয়া ১০ বছরের এক কিশোর গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন: ফেসবুকে কমেন্ট করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রাসেল এবং প্রতিপক্ষ একাধিক মামলার আসামি সুহেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছিল। ইতিপূর্বে বেশ কয়েকদিন আগে মাদক বিক্রির সালিশি দরবারকে কেন্দ্র করে সুহেল ও তার দলবল নিয়ে চেয়ারম্যান রাসেল এর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর এবং একাধিক রাউন্ড গুলি বর্ষণ করে। এসময় রাসেল চেয়ারম্যানের ছোট ভাইয়ের স্ত্রী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এর রেশ না কাটতে না কাটতেই আজ (সোমবার) সকালে ঈদ আনন্দ উপভোগ করতে রাসেল চেয়ারম্যান গ্রুপের সমর্থক ও মোগল মেম্বার সহ কয়েকজন মেম্বার রাসেল চেয়ারম্যানের বাড়িতে এসে জড়ো হন। এমন সংবাদের ভিত্তিতে সুহেল গ্রুপের সমর্থকরাও অন্যত্রে জড়ো হতে থাকেন। পরে সুহেলের নেতৃত্বে কয়েকশ লোক রাসেল চেয়ারম্যানের বাড়ির দিকে আসতে চাইলে রাসেল চেয়ারম্যান গ্রুপের লোকজন বাঁধা দিলে শুরু হয় গোলাগুলি। এসময় সুহেল গ্রুপের হামলায় মোগল মেম্বার ও রাসেল চেয়ারম্যান সমর্থকদের বাড়ি-ঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে ৮ বছরের এক শিশু ও এক মাদ্রাসার ছাত্রকে গুলিবিদ্ধ করে। পরে তাদের দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
এবিষয়ে রাসেল চেয়ারম্যান প্রতিনিধিকে বলেন, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং খুন, অস্ত্র সহ একাধিক মামলার ফেরারী আসামি সুহেলকে গ্রেফতার এবং তার অত্যাচার থেকে গ্রামবাসী বাঁচার আকুল আবেদন জানিয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেও কোনো কার্যকর বা আশানুরূপ ব্যবস্থা গ্রহণ না করায় আজ আবার সুহেল হামলা চালিয়েছে। এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
আরও পড়ুন: বিজিবির হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত হাতির চিকিৎসায় গিয়ে গুরুতর আহত ২ চিকিৎসকসহ ৩ জনকে