সুনামগঞ্জ সীমান্ত এলাকায় পর্যটকদের পদচারণায় মুখর, বিজিবির টহল জোরদার

Sanchoy Biswas
মো. আব্দুল শহিদ, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ১০ জুন ২০২৫ | আপডেট: ২:২০ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা দশদিনের লম্বা ছুটিকে কেন্দ্র করে সুনামগঞ্জের সাথে ভারতের সীমান্তবর্তী বিভিন্ন উপজেলার ৯০ কিলোঃ এলাকাজুড়ে পর্যটকদের পদচারণা লক্ষণীয় থাকায় সীমান্ত রক্ষীবাহিনী ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)র  ১৯টি বিওপির সদস্যরা টহল জোরদার করেছেন। 

গত ৫ জুন থেকে আগামী ১৪ই জুন পর্যন্ত টানা ১০দিনের ছুটি থাকায় সুনামগঞ্জের সীমান্তবর্তী স্পটগুলোতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পর্যটকদের পদচারণায় মুখর জেলার তাহিরপুর,মধ্যনগর,ছাতক ও দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকাগুলো। 

আরও পড়ুন: মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতা, ৯০ হাজার টাকা উদ্ধার

মঙ্গলবার সকাল থেকে সুনামগঞ্জের সবচেয়ে বিখ্যাত পর্যটন এলাকা হিসেবে খ্যাত জেলার সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার পর্যটন স্পট যাদুকাটা নদী, বারেকটিলা, নীলাদ্রি লেক, এবং এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত টাঙ্গুয়ার হাওরে হাজারো পর্যটকদের ব্যাপক সমাগম থাকায়  বিজিবির সদস্যদের টহল জোরদার করা হয়েছে। এ সময় পর্যটকরা যাতে করে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করেন নির্দেশনা প্রদান করা হয়। অন্যদিকে এই ছুটির সুযোগকে কাজে লাগিয়ে যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ,পশুর চামড়া পাচাররোধ এবং পুশইন ঠেকাতে ও বাড়তি নজরদারি বাড়ানো হয়েছে। 

এ ব্যাপারে সীমান্ত এলাকায় ঘুরতে আসা পর্যটকরা জানান,অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই যাদুকাটা, বারিকটিলা, লাউড়েরগড়, নিলাদ্রি লেক ও বিখ্যাত টাঙ্গুয়ার হাওর। তবে এখানে সীমান্ত এলাকা বেশি থাকায় বিজিবির সদস্যরা আমাদের সতর্ক করেছেন যেন শূন্যরেখা আমরা অতিক্রম না করি। তো কার্যত বিজিবি”র সদস্যরা আমার ভ্রমণ নিরাপদ করতে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করায় তারা ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদিরের এমন উদ্যোগকে স্বাগতম জানান। 

আরও পড়ুন: সাভারে পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিলেন ইউএনও

এ ব্যাপারে ২৮ বর্ডার গার্ড (বিজিবি)র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঈদের এই লম্বা ছুটিতে ভারতের সীমান্তবর্তী এই স্পটগুলোতে পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরাফেরা করতে পারেন এজন্য বিজিবি”র সদস্যরা তৎপর রয়েছেন। এছাড়াও এই সময়টাতে যেকোনো অবৈধ চোরাচালান ও পুশইন রোধে বিজিবি”র বাড়তি টহল অব্যাহত রাখা হয়েছে।