পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পরই চেয়ারম্যান অপসারণ

নরসিংদী রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ ফরাজীকে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাসুদ ফরাজীকে অপসারণ করে তার জায়গায় উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ ফরাজী ও পরিষদের সচিব নুরুল আফসার এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে গত বুধবার (৩০ জুলাই) দৈনিক বাংলাবাজার অনলাইন পত্রিকায় “চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ এবং তার পরের দিন বৃহস্পতিবার (৩১ জুলাই) দৈনিক বাংলাবাজার পত্রিকার প্রিন্ট ভার্সনে “ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
প্রকাশিত সংবাদটি জেলা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয় উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নজরে আসলে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহন করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে ১৯/৮/২০২৪ খ্রি. তারিখের ৪৬.০০.০০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪নং স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত রায়পুরা উপজেলা প্রকৌশলীকে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব বা ক্ষমতা অপর্ণ করেন।