সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ভাই আটক

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর)
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:২৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আসান বাড়ি এলাকার হাফিজুর রহমান (৪৭) ও উজ্জ্বল হোসেন (৩৬)। তারা সম্পর্কে আপন দুই ভাই।

বুধবার (৬ আগস্ট) বিকেলে সিংড়া পৌর শহরের খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে রেকর্ড ১,৩২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

সিংড়া থানার (ওসি) রফিকুল ইসলাম জানান , আটককৃতরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনের কর্মকর্তাদের টাকা আদায়ের চেষ্টা করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে কিছু মেয়াদোত্তীর্ণ ভুয়া আইডি কার্ড এবং ওয়াকি টকির মতো দেখতে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চোরাইকৃত ৮টি মোবাইল ফোনসহ দুই আসামি গ্রেফতার

এই ঘটনায় খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।