রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই অসহায়ের মাঝে অটোরিকশা ও গরু বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায় মুজিবুর রহমানকে একটি অটোরিকশা এবং হোসনেয়ারা বেগমকে একটি গরু বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের মাঝে অটোরিকশা ও গরু বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব আলহাজ্ব লায়ন মীর আব্দুল আলীম, ডিকেএমসি হসপিটাল-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলামসহ আরও অনেকে।
আরও পড়ুন: ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
ব্যাটারিচালিত অটোরিকশা পেয়ে বিরাবো এলাকার হামিদুল্লাহর ছেলে মুজিবুর রহমান বলেন, “আমি অত্যন্ত গরিব মানুষ। বেকারত্বের জীবনে খেয়ে না খেয়ে দিন কাটছিল আমার। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় আমি অত্যন্ত খুশি। এখন থেকে পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতে হবে না। আমাকে অটোরিকশাটি দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় ইউএনও স্যারকে আল্লাহ তাআলা মঙ্গল করুন।”
গরু পেয়ে নাওড়া এলাকার উমেদ আলী মুন্সির মেয়ে হোসনেয়ারা বেগম বলেন, “আমার একটি গাভী দিয়ে কোনোমতে পুরো সংসার চলতো। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাভীটি মরে যাওয়ার পর থেকে আমি নিঃস্ব হয়ে পড়ি। খবর পেয়ে ইউএনও সাইফুল স্যার আমাকে একটি গরু দিয়েছেন। আমি অত্যন্ত খুশি। আগামীতে গরুটি আমাকে স্বপ্ন দেখাবে।”
আরও পড়ুন: গাইবান্ধায় তিস্তা নদীর উপর মওলানা ভাসানী সেতু উদ্বোধন