সাদাপাথর আগের রুপে ফিরতে যা যা করা দরকার করা হবে: সারওয়ার আলম
সিলেটের সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম।
দায়িত্ব গ্রহণ করেই তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি সাদাপাথর পরিদর্শনে গণমাধ্যমে সাক্ষাৎকালে এসব কথা বলেন।
আরও পড়ুন: টঙ্গীতে পরিত্যক্ত কার্টুন থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার
এর আগে সকালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নেন সারোয়ার। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি সাদাপাথর ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, সাদাপাথর থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: নবীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
তিনি আরও বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
সিলেটের পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওইদিন সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে। এরপর বুধবার দিনে সিলেট ছাড়েন শের মাহবুব। আর রাতে সিলেট আসেন সারোয়ার আলম।





