র‌্যাবের অভিযানে ১১ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Sadek Ali
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ১০:১১ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:১১ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা শহরের চালতেতলা এলাকা থেকে অস্ত্র, বিস্ফোরক ও নারী ও শিশু নির্যাতনসহ ১১ মামলার জেলা পলাতক আসামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (২০ আগস্ট) দুপুরে শহরের চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (৩৩) সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার আব্দুল জলিলের পুত্র।

আরও পড়ুন: সিএনজি পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, পুড়লো ১০ সিএনজি ও বাস

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আসামি সাইফুল ইসলাম (যার হাজতি নং-২৬৭৪/২৪) অস্ত্র, বিস্ফোরক ও নারী ও শিশু নির্যাতনসহ সর্বমোট ১১ টি মামলায় অভিযুক্ত হয়ে সাতক্ষীরা জেলা কারাগারের অন্তরীণ ছিলেন। উক্ত হাজতী গত ৫ আগষ্ট ২০২৪ তারিখ বিকালে ছাত্র জনতার সফল অভ্যুথানের সময় সাতক্ষীরা জেলা কারাগারে জেল রক্ষীদেরকে মারপিট করে জেল গেটের তালা ভেঙে কারাগার হতে পলায়ন করেন এবং অন্যান্য আসামিদেরকে পলায়নে সহায়তা করেন। উক্ত আসামিগণ সাতক্ষীরা জেলা কারাগার থেকে বের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পেট্রোল বোমা, ককটেল, দাহ্য পদার্থ ব্যবহারসহ দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে জেলা কারাগারের ভিতরে ভাংচুর করেন ও আগুন জালিয়ে দিয়ে জেলা কারাগারের সকল নথিপত্রসহ বিপুল পরিমাণ সরকারি সম্পদ ক্ষতি সাধন করেন এবং কারাগারের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যান। এরপর কারাগার থেকে বের হয়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কার্যক্রম করেন। এ সংক্রান্ত সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে একটি নাশকতা মামলা রয়েছে। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে শহরের চালতেতলা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: পদ্মার ভাঙনের আতঙ্ক, হুমকির মুখে লৌহজংয়ের মানচিত্র

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।