বিশ্বম্ভরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অভিযানে ভারতীয় মদসহ গ্রেফতার ১
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২০) সনের ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় মদের চালান জব্দ করা হয়েছে। এ ঘটনায় শাওন দাস (২৫) নামের একজন ব্যবসায়ীকে মালামালসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি পলাশ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের কালি কুমার দাসের ছেলে।
আজ দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আদনান আরিফ রিফাত, সহকারী উপ-পরিদর্শক মো. আব্দুল কাদির, মনিতা সিনহা, মোহাম্মদ সালাউদ্দিন, সিপাহী ময়নুল ইসলাম, রাজীব গোয়ালা, বিশ্বজিৎ দাস, মুত্তাকিন আহমেদ, রাজেন্দ্র সরকার অমিত ও আশরাফুল ইসলাম রিফাত।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের গোবিন্দনগর গ্রামস্থ শাওন দাসের বসতঘর থেকে ভারতীয় ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা ৯ বোতল এবং ওল্ড মঙ্ক ১১ বোতল মদ জব্দ করা হয়। বিশ্বম্ভরপুর থানার মামলা নং– ০৩।
উল্লেখ্য, চলতি মাসে ২টি নিয়মিত মামলাসহ ৮টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য অধিদপ্তর। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
নাম প্রকাশে অনিচ্ছুক পাশের বাড়ির একজন ব্যবসায়ী বলেন, “মাদক ব্যবসায়ীদের কারণে যুব সমাজ এবং আমাদের মহল্লার পরিবেশ বিনষ্ট হচ্ছে। ওদেরকে আইনের আওতায় আনা হোক।”
সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন বলেন, “চলতি মাসে ২টি নিয়মিত মামলাসহ মাদকের বিরুদ্ধে ৮টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদরের মঈনপুর-জগন্নাথপুরসহ বিভিন্ন হাটবাজারে, অলিতে-গলিতে আমাদের অভিযান অব্যাহত আছে।”





