মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

Sadek Ali
শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:৪৪ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্বারী মোঃ মোশারফ মিয়া (২৪) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে তিনি তার মামার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

মোশারফ মিয়া মাধবপুর উপজেলার পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে। তিনি বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

স্থানীয়রা জানান, মোশারফ একজন পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।