নিকলী হাসপাতাল পরিদর্শনের পর সন্তুষ্টি প্রকাশ জেলা জামায়াতের আমীরের
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর, অধ্যাপক মো. রমজান আলী, সম্প্রতি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়া নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সামগ্রিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনের সময় অধ্যাপক রমজান আলী হাসপাতালের এনসিডি কর্নারে সেবা গ্রহণ করেন এবং সদ্য চালু হওয়া শিশু বিভাগ ও আধুনিক যন্ত্রপাতি পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতালের অন্তঃবিভাগ, বহিঃবিভাগ, ল্যাবসহ অন্যান্য সকল কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে, হাসপাতালের সার্বিক উন্নয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষের ভূয়সী প্রশংসা করেন।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
তিনি হাসপাতালে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে রোগীদের সার্বিক সেবা এবং হাসপাতালের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও পরামর্শ দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহাগ মিয়া, নার্সিং সুপারভাইজার চারুবালা দাস, নার্সিং ইনচার্জ হ্যাপি আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরিদর্শনকালে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। অধ্যাপক রমজান আলী নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়নে তার তৎপরতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





