বন্ধুর অনুষ্ঠানে গিয়ে ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোর আটক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:২৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে প্রবাসে যাওয়া এক বন্ধুর বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ৩৯ কিশোরকে আটক করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার মুন্সীরহাটের উত্তর আনন্দপুর ইব্রাহিম কনভেনশন হলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনন্দপুরের বাসিন্দা সাইমুন শাহ পাটোয়ারী। বিদায়ের আগে তিনি বন্ধুদের নিয়ে ওই কনভেনশন হলে খাওয়া-দাওয়া ও আড্ডার আয়োজন করেন। অনুষ্ঠান চলাকালে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে কিছু লোকজন ওই কিশোরদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সন্দেহে আটক করে পুলিশে খবর দেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

পরে ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকা থেকে আসা ১২ থেকে ২২ বছর বয়সী ৩৯ জন কিশোরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। রাতভর জেরা ও যাচাই-বাছাই শেষে ভোরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা, ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

এক অভিভাবক অভিযোগ করেন, আমাদের সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। তবুও তাদের ছাত্রলীগ সাজিয়ে আটক করা হয়েছে।” তবে বিএনপি নেতা গোলাম রসুল গোলাপ দাবি করেন, “আটকদের মধ্যে একজন ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিল। আমি কেবল প্রশাসনকে অবহিত করেছি।