এক নারীকে ঘিরে দুই স্বামীর টানাটানি, গ্রামে তোলপাড়

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে এক নারীকে কেন্দ্র করে দুই স্বামীর টানাটানির ঘটনা প্রকাশ্যে আসায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। শনিবার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় জনতা ওই নারীকে (৩৫) দুই স্বামীর সঙ্গে আটক করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে অসংখ্য মানুষ ভিড় জমিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

নারীর প্রথম স্বামী মো. রফিক জানান, ২০২৪ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর তারা চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মিজি বাজারের পাশে ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবার রফিক কাজে বাইরে গেলে শনিবার সকালে ওই নারী তার দ্বিতীয় স্বামী দাবিদার মোসলেউদ্দিনকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন। পরে স্থানীয় জনতা ও রফিক ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। রফিক আশা প্রকাশ করেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তিনি স্ত্রীকে ফিরে পাবেন।

অন্যদিকে, দ্বিতীয় স্বামী মোসলেউদ্দিন দাবি করেন, “প্রথম স্বামী রফিককে তালাক দিয়ে গত এক সপ্তাহ আগে ওই নারীকে বৈধভাবে বিয়ে করেছি। ভাড়া বাসায় থাকা কিছু আসবাবপত্র নিতে আসায় স্থানীয়রা আমাদের আটক করে। আমি চাই আইনগতভাবে বিষয়টির সমাধান হোক এবং স্ত্রীকে ফিরে পাই।”

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

এ বিষয়ে ওই নারী বলেন, তার জীবনে ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি চান, আইন সঠিক বিচার করুক এবং গ্রামে অযথা উত্তেজনা না ছড়ায়।

চরমানিকা ইউনিয়নের বিএনপি নেতা মোহাম্মদ আলী মিজি বলেন, “এ ঘটনায় গ্রামে ক্ষোভ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। স্থানীয়রা আটক করার পর ওই নারীকে দুই স্বামীর পরিবারে হস্তান্তর করা হয়েছে। আমরা চাই প্রশাসন দ্রুত আইনি সমাধান দিক, যাতে গ্রামের শান্তি অক্ষুণ্ণ থাকে।”

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।