রামগঞ্জে অগুনে পুড়ে ব্যবসায়ীর ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Sanchoy Biswas
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৪৩ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিওয়ালা বাজারে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১টায় পানিওয়ালা বাজারের মুদি ও বিকাশ ব্যবসায়ী জয়নাল আবদীনের “সতাত ভ্যারাইটিজ স্টোরে” এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান, “প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। হঠাৎ খবর আসে দোকানে আগুন লেগেছে। এসে দেখি আমার নগদ ৭ লক্ষ টাকা ও ১২ লক্ষ টাকা মুদি মালামালসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব কিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি রামগঞ্জ উপজেলা প্রশাসনসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি।”

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩