বান্দরবানে ১৩ অক্টোবরের হরতাল প্রত্যাহার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:১৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দরবানে সর্বাত্মক হরতাল পালনের ঘোষণা দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। তবে প্রশাসনের অনুরোধে সেই হরতাল প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

তিনি বলেন, “আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই। আমাদের দাবি আদায়ের জন্য হরতালের ডাক দিয়েছিলাম এবং বান্দরবানের সর্বস্তরের মানুষ হরতালকে সমর্থন করেছে। কিন্তু প্রশাসনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তারা আমাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছে। প্রশাসনের হাতে থাকা বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে। তাই আমরা হরতাল প্রত্যাহার করেছি। তবে যদি বাস্তবায়নের নামে তালবাহানা করা হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এস. এম. হাসান এবং নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমানসহ সংগঠনের সিনিয়র নেতারা। প্রায় ঘণ্টাব্যাপী আলোচনার পর আশ্বাস পেয়ে নাগরিক পরিষদ হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

উল্লেখ্য, এর আগে গত ৯ অক্টোবর রাজার সনদ বাতিল, ব্যাংক ঋণ চালু ও জমি ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।