সম্পত্তি না লিখে দেওয়ায় কলাবাগানে স্ত্রীকে হত্যা করে ফ্রিজে লুকানো

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:০৬ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কলাবাগানে গৃহবধূ তাসলিমা আক্তার (৪০) হত্যার ঘটনায় নিহতের ভাই নাজমুল হোসেন কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে তাসলিমার স্বামী নজরুল ইসলামকে (৫২)।

নাজমুল হোসেন জানান, নজরুল ইসলাম আগে কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু বর্তমানে কোনো কাজ করেন না। তিনি নিজের সম্পত্তি বিক্রি করে শ্বশুরবাড়ির গাজীপুরের পূবাইল এলাকার ১০ কাঠা জমি নিজের নামে লিখে দিতে তাসলিমা ও তার পরিবারের ওপর চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করেন নজরুল।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

তাসলিমার ভাই বলেন,  গতকাল সকালে নজরুল আমার ভাগ্নিদের বলে তাদের মা পালিয়েছে। পরে তারা ঘর তল্লাশি করতে গিয়ে রক্তের দাগ দেখে। পুলিশ দরজা ভেঙে ঢোকার পর ফ্রিজের ভেতর মাছ-মাংসের নিচে হাত-পা বাঁধা অবস্থায় বোনের লাশ পায়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৪ সালে নজরুল ইসলামের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। তাদের তিন মেয়ে—নাজনীন (১৯), নাজিফা (১৪) ও নিশাত (৫)। গত পাঁচ-ছয় বছর ধরে পারিবারিক কলহের কারণে তাসলিমা স্বামীর নির্যাতনের শিকার ছিলেন। নজরুল নিয়মিত মারধর করতেন, বাইরে যেতে দিতেন না, এমনকি মোবাইল ব্যবহারও নিষিদ্ধ করেছিলেন।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন, মঙ্গলবার রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করি। নিহতের ভাই মামলা করেছেন। মূল আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তারের অভিযান চলছে।