পুলিশের পৃথক অভিযানে পুলিশের ভেস্ট, চাকু ও মাদক উদ্ধার, গ্রেফতার ১৭
নরসিংদীর বিভিন্ন স্থানে পুলিশের পৃথক অভিযানে পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট, চাকু, নগদ টাকা, দেশীয় তৈরি বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে মোট ১৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অপরাধীদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৫টার দিকে মাধবদী থানাধীন পাঁচদোনা-ডাংগা রোড়ের আমদিয়া টাওয়াদি ব্রিজে একদল ছিনতাইকারী পুলিশের ভেস্ট পরিহিত অবস্থায় দস্যুতা করার অপরাধে ৩ জন ছিনতাই চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১২০০ টাকা, ১টি সিএনজি, ৩টি চাকু, ২টি পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপর আরেক অভিযানে নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানে শহরের বানিয়াছল বালুরমাঠের পাশে মাদক কারবারি ইকবাল মিয়া (৩৫) এর বসতবাড়ি থেকে ২০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
একই দিন পুলিশের অন্য ইউনিট পৃথক অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা ও ১৬৭ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।





