ভিক্ষা করে তিন বস্তা টাকা জমানো ‘সালে পাগলী’ আর নেই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:০৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জ ভিক্ষা করে তিন বস্তা টাকা জমিয়ে আলোচনায় আসা সালেহা বেগম (৬৫) আর নেই। স্থানীয়ভাবে ‘সালে পাগলী’ নামে পরিচিত এই নারী শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অসুস্থ অবস্থায় প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হয়ে তাকে শজিমকে (শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ) নেওয়া হয়। চিকিৎসকরা তার লিভার ক্যান্সার শনাক্ত করেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে সিরাজগঞ্জ শহরের কান্দাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সিরাজগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহরিয়ার শিপু বলেন, দীর্ঘদিন ধরেই সালেহা বেগম অসুস্থ ছিলেন। মৃত্যুর পর তার জমানো অর্থ ইসলামি শরিয়ত অনুযায়ী বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

উল্লেখ্য, কিছুদিন আগে সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়া এলাকায় তার বসতঘর থেকে তিন বস্তা ভর্তি টাকা উদ্ধার করা হয়েছিল। সেগুলো গণনা শেষে ব্যবহারযোগ্য নোট পাওয়া যায় ১ লাখ ৭৪ হাজার ৭৯ টাকা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।