ফরিদপুর আওয়ামী লীগের তিনটি কমিটিতে আওয়ামী লীগের প্রাধান্য বঞ্চিতদের ক্ষোভ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৩ পূর্বাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:১০ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের তিনটি উপজেলা ও একটি পৌর কমিটিতে সদ্য ঘোষিত বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অন্তর্ভুক্তির অভিযোগ উঠেছে। জানা গেছে, এসব কমিটিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদধারী অন্তত ১৫ জন এবং দলটির সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আরও অন্তত ১২ জন স্থান পেয়েছেন।

সবচেয়ে আলোচিত নাম আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিয়া আসাদুজ্জামান (আসাদ মাস্টার)—যিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাকে বিএনপির নতুন কমিটিতে সহ-সভাপতি (১১ নম্বর) পদে রাখা হয়েছে।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

এছাড়া একই উপজেলার আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব পান্নু (কার্যনির্বাহী সদস্য) হয়েছেন উপজেলা বিএনপির সহ-সভাপতি (৫ নম্বর)। উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুদ মাস্টার পেয়েছেন বিএনপির সহ-সভাপতির (৪ নম্বর) পদ।

আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রহমানের নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন মনিরুজ্জামান মনির, তাকেও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক (২০ নম্বর) করা হয়েছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

তালিকায় আরও আছেন— জাকার মেম্বার, আলফাডাঙ্গা যুবলীগের প্রচার সম্পাদক এখন উপজেলা বিএনপির সহ-সমবায় সম্পাদক (৭১ নম্বর), ওহিদ শিকদার মেম্বার, সাবেক কৃষক লীগ নেতা সহ-সাংগঠনিক সম্পাদক (২৩ নম্বর) কামরুজ্জামান কদর, স্বেচ্ছাসেবক লীগের নেতা → আলফাডাঙ্গা পৌর বিএনপির প্রচার সম্পাদক। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার শ্যালক নুরুল ইসলাম লিটন  উপজেলা বিএনপি সদস্য (৯৮ নম্বর)। বোয়ালমারীতে আওয়ামী লীগপ্রেমী হিসেবে পরিচিত অমিত সাহা হয়েছেন উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ। একই উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মওলা বিশ্বাস এখন উপজেলা বিএনপির সদস্য (৮১ নম্বর)।

এছাড়া যুবলীগ নেতা সাইফুল ইসলাম বকুল, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের সাবেক কর্মী মিজানুর রহমান সোনা মিয়া, শ্রমিক লীগ নেতা হরেন কুমার কৃষ্ণ, এবং যুবলীগের সাবেক সদস্য গোপাল সাহা—সবারই নাম রয়েছে নতুন বিএনপি কমিটিতে বিভিন্ন পদে।

মধুখালী উপজেলা কমিটিতেও একই চিত্র দেখা গেছে। এখানে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাজমা সুলতানা হয়েছেন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক। পাশাপাশি আওয়ামী লীগ কর্মী মিলন মোল্লা, রায়হান মোল্লা, মিরাজুল ইসলাম মিল্টন ও আনোয়ার হোসেন বিভিন্ন পদে অন্তর্ভুক্ত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন বলেন, কেন্দ্র থেকে কমিটি ফরওয়ার্ড করা হয়েছে, আমরা তড়িঘড়ি করে অনুমোদন দিয়েছি। যদি কেউ প্রমাণসহ দেখাতে পারেন যে কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট কেউ আছেন, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তাকে অব্যাহতি দেব।

উল্লেখ্য, কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পদবঞ্চিত নেতারা বিক্ষোভ, মশাল মিছিলসহ নানা কর্মসূচি পালন করছেন।