গাজীপুরে দুই শতাধিক আদিবাসী বিএনপিতে যোগদান
বিএনপি হবে আদিবাসীদের আশ্রয়স্থল: ডা. বাচ্চু
গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক কোচ আদিবাসী পরিবার। সোমবার দুপুরে সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন আদিবাসী সদস্যদের ফুল দিয়ে দলে বরণ করে নেন।
বিএনপিতে নতুন যোগ দেওয়া আদিবাসীদের উদ্দেশ্যে ডা. বাচ্চু বলেন, বিএনপি এমন একটি দল, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে থাকতে পারে। আমরা চাই বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। বিএনপি হবে আদিবাসীদের নিরাপদ আশ্রয়স্থল।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
প্রধান অতিথির বক্তব্যে ডা. বাচ্চু আরও বলেন, স্বাধীনতার পর থেকেই ক্ষুদ্র জনগোষ্ঠী আওয়ামী ফ্যাসিবাদের শিকার হয়ে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর নেতা তারেক রহমান সবসময় আদিবাসীদের কল্যাণে কাজ করেছেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফাতেও আদিবাসীদের দাবিদাওয়া অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি জমি দখল করে রিসোর্ট বানানো হয়, কিন্তু ভূমিহীন আদিবাসীদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। এ অন্যায় আমরা মেনে নেব না। জনগণের ভোটে নির্বাচিত জাতীয়তাবাদী সরকারই পারে আদিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
সোমবার (৩ নভেম্বর) বেলা ১২টায় সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সাধারণ সম্পাদক রূপচান বর্মন ও রিপন কাজী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এডাবের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিএনপি নেতা জয়নাল আবেদীন রিজভী, ফজলুল হক মুসল্লী, অবিনেষ চন্দ্র বর্মন, নারায়ণ চন্দ্র বর্মন, সুভাস চন্দ্র বর্মন ও সম্মিলিত আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপক কোচ প্রমুখ।
গাজীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন দুই শতাধিক কোচ আদিবাসী পরিবার। কেন্দ্রীয় বিএনপি নেতা ও গাজীপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে বলেন, “বিএনপি হবে আদিবাসীদের আশ্রয়স্থল। আমরা চাই বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ।”





