সুনামগঞ্জে ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে ভল্টের চাবি ছিনতাই, ৩ ঘণ্টা বন্ধ লেনদেন

Sanchoy Biswas
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:০৫ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুনামগঞ্জের পৌর শহরের ট্রাফিক পয়েন্টের নেজা প্লাজার নিচে অবস্থিত বেসরকারী ব্যাংকের এক কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করা হয়েছে। এতে ওই শাখার কার্যক্রম প্রায় তিন ঘণ্টা বন্ধ রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটি সোমবার (৩ নভেম্বর) সকালে ঘটে। হামলায় ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো. বেলায়েত হোসেন আহত হন। ব্যাংকের কার্যক্রম সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

মামলা সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ওমর গণি নামে এক গ্রাহক তার স্ত্রীর অ্যাকাউন্টে ৮০ হাজার টাকা জমা দিতে আসেন। লাইনে না দাঁড়িয়ে জমা দেওয়ার চেষ্টা করতে গিয়ে অন্য গ্রাহকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। ক্যাশ ইনচার্জ বেলায়েত হোসেনের সঙ্গে ওমর গণির তর্ক শেষপর্যন্ত শাখার ম্যানেজার শহীদুল ইসলাম মীমাংসা করেন।

তবে সোমবার সকালে বেলায়েত হোসেন ব্যাংকের নিচে নামার পর ওমর গণি দলবল নিয়ে তার ওপর হামলা চালান। হামলাকারীরা ছুরিকাঘাতের পর মোবাইল, মানিব্যাগ এবং ব্যাংকের ভল্টের চাবি ছিনিয়ে নেয়। স্থানীয়রা হৈ-চৈ শুনে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত কর্মকর্তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

ব্যাংক ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, “রোববার বিকেলের ঘটনা মীমাংসা করা হয়েছিল। কিন্তু সোমবার সকালে হামলা করা হয়েছে এবং ভল্টের চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকের কার্যক্রম দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল।”

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, “হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের চাবি উদ্ধারে পুলিশ কাজ করছে। ওমর গণিসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ তৎপর।”

ওমর গণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকার কারণে বক্তব্য নেওয়া যায়নি।