চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ন, ০৫ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সামনা-সামনি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ দুর্ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার