কুলাউড়ায় চূড়ান্ত ধানের শীষের আশায় আবেদ রাজা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে মোটরসাইকেল শোডাউন শেষে চৌমুহনী চত্বরে এক পথসভায় তিনি এ দাবি জানিয়ে বলেন, “২০০৮ সালের পর থেকে বিএনপির জন্য আন্দোলন, সংগ্রাম, হামলা, মামলা, নির্যাতন, আমরণ অনশন, গুলির মুখে, কারাভোগে ছিলেন আবেদ রাজা—আর ধানের শীষের মনোনয়নে অন্য প্রার্থী, এটা হতে পারে না; এটা মেনে নেওয়া যায় না।”
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
তিনি বলেন, “প্রাথমিকভাবে ঘোষিত তালিকায় ষড়যন্ত্র করে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হলেও চূড়ান্ত পর্যায়ে ধানের শীষ প্রতীক তারই প্রাপ্য বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, “সিলেট বিভাগ আন্দোলনসহ সিলেটের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলনে আমি সক্রিয় ভূমিকা রেখেছি। ২০০৮ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়ে কুলাউড়া ও ঢাকার রাজপথে দলের দুর্দিনে আন্দোলন করেছি, জেল খেটেছি, হামলার শিকার হয়েছি।”
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিনি মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন করেছেন।
পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘোষিত তালিকায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকুর নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





