সিলেটগামী বাসে ভারতীয় মদ, তামাবিল হাইওয়ে পুলিশের হাতে যুবক আটক
সিলেট-জাফলং মহাসড়কের তামাবিল হাইওয়ে থানার সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। রবিবার (৭ই ডিসেম্বর) সকালে নিয়মিত তল্লাশির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, এই দিন সকাল ১০টার দিকে খবর পাওয়া যায়—জাফলং থেকে সিলেটগামী একটি গেইটলক বাসে ভারতীয় মদ পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের পর তামাবিল চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়।
আরও পড়ুন: নবীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বেলা সাড়ে ১১টার দিকে জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭৯৬) চেকপোস্টে পৌঁছালে পুলিশ সিগন্যাল দিয়ে বাসটি থামায়। তল্লাশির সময় এক যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানান, তাঁর কাছে ভারতীয় মদ আছে। তাঁর একটি শপিং ব্যাগ থেকে রয়েল স্টেজ ব্র্যান্ডের ৪ বোতল এবং এসি ব্ল্যাক ব্র্যান্ডের ২ বোতল—মোট ৬ বোতল হুইস্কি উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের গায়ে ৩৭৫ মিলিলিটার লেখা রয়েছে।
আরও পড়ুন: স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণ, ১০ হাজার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরলো ভেলাবাড়ীতে
আটক ব্যক্তির নাম অপু ব্যানার্জী (২৪)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের চাবাগান এলাকার বাসিন্দা। তাঁকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, উদ্ধার করা মদ জব্দ করার পর অপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হাইওয়ো পুলিশ আরও জানায়, সীমান্তঘেঁষা এই এলাকায় ভারতীয় মদ পাচার প্রতিরোধে চেকপোস্টে নজরদারি ও তল্লাশির পরিমাণ বাড়ানো হয়েছে। মহাসড়কে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





