নেত্রকোণায় লাইভস্টক শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

Sanchoy Biswas
হৃদয় রায় সজীব, নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ১৭ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেত্রকোণায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচী পালন করেছে। আজ বুধবার সকালে জেলা শহরের রাজুর বাজারে আইএলএসটি শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন।

শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী দেলোয়ার হোসেন শরীফ, শিবনাথ কুমার শিবু ও আব্দুল কাদের। দেলোয়ার হোসেন শরীফ বলেন,

আরও পড়ুন: বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শন

“অতিদ্রুত রাষ্ট্রীয় খরচে পরিচালিত ভিটিআই (VTI) সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্সের অনুমতি বাতিল করতে হবে। নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল সাব-টেকনিক্যাল পদে ‘ডিপ্লোমা ইন লাইভস্টক’ ডিগ্রিধারীদের একক নিয়োগ যোগ্যতা নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে। কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আইএলএসটি, নেত্রকোণার সকল সাধারণ শিক্ষার্থী একযোগে একাডেমিক কার্যক্রমসহ ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চালিয়ে যাবে।”