সিংড়ায় ১০ দলীয় জোট এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

Sanchoy Biswas
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৩৬ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবু পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকদের ব্যানারে শতাধিক মানুষ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় সিংড়া বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, আলআমিন প্রমুখ।

বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থীতা প্রত্যাহারের দাবি জানান। তাছাড়া তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

বক্তারা বলেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ও রাজশাহীর সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ জন। এর আগে সে রাজশাহীর বিএনপির নেতা মিনুর ঘনিষ্ঠজন ছিল। তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান তারা।