ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে ক্বেরাত প্রতিযোগিতায় মেহনাজ চৌধুরীর সাফল্য
সিলেট নগরীর মিরের ময়দানস্থ ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক সীরাতুন্নবী (সা.) মাহফিল-২০২৬ উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নিয়ে নার্সারি টু শ্রেণির শিক্ষার্থী মেহনাজ চৌধুরী দ্বিতীয় স্থান অর্জন করেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে তার এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া এবং সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটির আহবায়ক মাওলানা মো. আব্দুল কাদির মেহনাজ চৌধুরীর উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
উল্লেখ্য, মেহনাজ চৌধুরী কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলা বাজার পত্রিকার কুলাউড়া প্রতিনিধি এম. শাকিল রশীদ চৌধুরীর নাতনী।





