ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালক হত্যা মামলার আসামি নন

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ১৭ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ধানমণ্ডি ৩২ এলাকা থেকে আটক মো. আজিজুর রহমান (২৭) হত্যাকাণ্ডে জড়িত নন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাকে একটি নিয়মিত মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিএমপি জানায়, ১৫ আগস্ট  আজিজুর রহমানকে ধানমণ্ডি ৩২ থেকে আটক করা হয়। পরদিন ১৬ আগস্ট তাকে ধানমণ্ডি থানায় চলমান একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে আজিজুর রহমানকে হত্যা মামলার আসামি হিসেবে প্রচার করা হচ্ছে, যা ডিএমপির ভাষায় “সর্বৈব মিথ্যা ও উদ্দেশ্যমূলক”।

আরও পড়ুন: সহকারী কারা মহাপরিদর্শক আবু তালেব মারা গেছেন

ডিএমপি আরও জানায়, আটক আজিজুর রহমানের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা দণ্ডবিধির অধীনে একটি নিয়মিত মামলা। বিষয়টি হত্যা মামলা হিসেবে ছড়ানো বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। সংস্থাটি সংশ্লিষ্টদের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে।