সাংবাদিক অভিশ্রুতির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহ ১১ দিন পর অবশেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অভিশ্রুতির মরদেহ তার বাবা সবুজ শেখের কাছে হস্তান্তর করে।
সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহের একাধিক দাবিদার ছিল। তাই আদালতের নির্দেশ অনুযায়ী ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তর করা হলো।
আরও পড়ুন: চাঁদাবাজদের হুঁশিয়ারি আইজিপির
এর আগে গতকাল রোববার সিআইডি জানিয়েছিল, অভিশ্রুতি শাস্ত্রীর সঙ্গে তার বাবা সবুজ শেখ ও মা বিউটি খাতুনের ডিএনএর মিল পাওয়া গেছে। অভিশ্রুতি শাস্ত্রী নামে ঢাকার অনলাইন নিউজ দ্য রিপোর্ট পোর্টালে কাজ করতেন এই তরুণী। তবে বাবা-মায়ের দেওয়া তার নাম ছিল বৃষ্টি খাতুন।
গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জন নিহত হন। তাদের ৪৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে অভিশ্রুতি শাস্ত্রী এবং নাজমুল হোসেন নামে দুজনের মরদেহের একাধিক দাবিদার থাকায় তাদের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় পুলিশ।
আরও পড়ুন: রমজানে প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
অভিশ্রুতি শাস্ত্রীকে কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানালেন বাবা সবুজ শেখ।