'রাম' হতে কঠোর প্রস্তুতিতে রাণবীর

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিছু দিন ধরে 'অ্যানিমাল' জ্বরে কাঁপছিল বিশ্ব। 'অ্যানিমাল' সিনেমা দিয়ে দারুণ খ্যাতি পাওয়া বলিউড তারকা রাণবীর কাপুর এবার পর্দায় আসতে চাইছেন 'রাম' হয়ে।

রামায়ণ মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত এই পৌরাণিক সিনেমায় ‘রাম’ হতে খাবারের তালিকায় এরই মধ্যে রাশ টেনেছেন রাণবীর।

আরও পড়ুন: পাহাড়ের খাদে পড়ে নোরা ফাতেহির মৃত্যুর খবর ভাইরাল

রাম হতে কঠোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন কাপুর পুত্র রাণবীর।

সিনেমায় ‘রাম’ হতে খাবারের তালিকায় এরইমধ্যে রাশ টেনেছেন রাণবীর। ছেড়েছেন মাংস এবং সুরা পান। 'রামায়ণ' সিনেমার শুটিংয়ের জন্য রাণবীর হাতে রেখেছেন ১২০ দিন।

আরও পড়ুন: চারদিনে ‘শয়তান’-এর আয় কত?

গেল বছর ৫০০ কোটি রুপির বেশি খরচ করে পরিচালক ওম রাউত পরিচালিত রাম-রাবণ-সীতার কাহিনী নিয়ে বানিয়েছিলেন 'আদিপুরুষ'। তবে মুক্তির আগে থেকেই নানা বিতর্ক-সমালোচনা সঙ্গী করে আসা 'আদিপুরুষ' হলে আসার পরও তেমন দর্শক টানতে পারেনি।

এবারে 'রামায়ণ' তৈরিতে হাত দিয়েছেন পরিচালক নীতিশ তিওয়ারি।  শুটিং শুরু হবে মুম্বাই ও লন্ডনে মার্চ মাস থেকে। এ সিনেমায় রাবণ হচ্ছেন দক্ষিণী তারকা যশ, যার পুরো নাম নবীন কুমার গৌড়া।

সীতার ভূমিকায় অভিনয়শিল্পী চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে সাই পল্লবী এই চরিত্রে আসতে পারেন।

এছাড়া বিভীষণের ভূমিকায় দেখা যাবে বিজয় সেতুপতিকে, হনুমানসের চরিত্রে সানি দেওল, কুম্ভকর্ণ হচ্ছেন সানির ভাই ববি দেওল।