নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৫ | আপডেট: ২:২৩ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১২ জুলাই) রাত ৯টা ৫৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আশুলিয়ায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, স্বামী গ্রেফতার

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য (দফতরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা ভয়ে আশপাশে ছোটাছুটি শুরু করেন।

আরও পড়ুন: একাধিক চাঁদাবাজি মামলার পরও আশুলিয়ার বিএনপি নেতার হুমকি-ধমকি

তবে প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কারও কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এ দিকে পল্টন থানার ওসি নাসিরুল আমীন বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।