চায়ের দোকান ঘিরে সংঘর্ষ, নিহত ১
রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় ফুটপাতে চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মো. বাবলু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বাবলুকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবলু তালতলা এলাকার মো. সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় চা বিক্রেতা ছিলেন এবং এক মেয়ে ও এক ছেলের জনক।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে
বাবলুর ভাই আব্দুর রউফ জানান, বাবলু প্রতিদিনের মতো জনতা হাউজিং গেটের সামনে চা বিক্রি করছিল। রাত ৮টার দিকে প্রতিপক্ষ তার দোকান উচ্ছেদ করে জায়গা দখলের চেষ্টা করে। এ সময় প্রতিপক্ষের রবিউল নামের এক ব্যক্তি বাবলুর মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে। বাবলু অচেতন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে নেওয়া হলে তিনি মারা যান।
আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই
শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণঅধিকার পরিষদের দুটি গ্রুপের মধ্যে ফুটপাতের দোকান ও অফিস ঘিরে বিরোধ চলছিল। একপক্ষ ফুটপাত দখল করে অফিস বানিয়েছে, অন্যপক্ষ তা চায়নি। এমনকি সেই অফিস ভাড়া দিয়ে দেওয়াকেও কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সংঘর্ষে একজন আহত হন এবং পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





