বিমানবন্দর এলাকায় রাতে পরপর দুটি বিস্ফোরণ, কেউ আহত হয়নি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫২ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরিত বস্তু দুটিই ককটেল জাতীয় হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাত ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে প্রথম বিস্ফোরণটি শোনা যায়। এরপর কিছুক্ষণ পর বিমানবন্দর ১ নম্বর সেক্টর এলাকার জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে

ঘটনা সম্পর্কে বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী ফ্লাইওভার থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।