টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ন, ০৯ মার্চ ২০২৪ | আপডেট: ১১:০৩ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগের দুই ম্যাচের মত তৃতীয় ম্যাচেও টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। 

শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচে জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে কোনো টি-টোয়েন্টি সিরিজ জয়ের গৌরব অর্জন টাইগাররা।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে সাকিব আল হাসানের শ্রদ্ধা

শেষ ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার একাদশে আছে একাধিক পরিবর্তন। ইনজুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন মাথিশা পাথিরানা। তার বদলি হিসেবে এই ম্যাচে দলে রাখা হয়েছে নুয়ান থুসারাকে। ধনঞ্জয়া ডি সিলভা এসেছেন দিলশান মাদুশঙ্কার বদলি হিসেবে আর আভিশকা ফার্নান্দোর বদলে দলে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এই সিরিজে প্রথম ম্যাচটা জিততে জিততে হেরেছে বাংলাদেশ। হারের মুখ থেকে দলকে ম্যাচে ফিরিয়েছিলেন জাকের আলী অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দুর্দান্ত ইনিংস খেললেও ফিনিশিংটা দিতে পারেননি কেউ। শেষ ওভারে ১২ রানের লক্ষ্যে ব্যাট করে ৮ রানের বেশি করতে পারেনি টাইগাররা।   

আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ

প্রথম ম্যাচের আক্ষেপ ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ১৬৬ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখে টপকে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই ম্যাচে জয়ের চেয়েও বড় বিষয় হলো রানে ফিরেছেন অধিনায়ক শান্ত এবং সৌম্য সরকার। শান্ত ৩৮ বলে ৫৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন আর সৌম্যর ব্যাট থেকে এসেছে ২৬ রান।

দ্বিতীয় ম্যাচে জয় পাওয়ায় শেষ ম্যাচে আত্মবিশ্বাসটা তুঙ্গে বাংলাদেশের। দলের সবাই আছেন বেশ ফুরফুরে মেজাজে। 

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার,  তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কা একাদশ: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।