দেশের ৬১টি ব্যাংককে ১২ গ্রুপে ভাগ করা হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় ৬১টি ব্যাংককে ১২টি গ্রুপে বিভক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: প্রথম ১০ দিনে অনলাইনে ই-রিটার্ন দাখিল করলেন ৯৬ হাজারের বেশি করদাতা

গভর্নর বলেন, “এরই মধ্যে ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাকি সব ব্যাংকের নিরীক্ষা সম্পন্ন হবে। এর পর, ২০২৬ সালের জানুয়ারি থেকে ব্যাংকিং খাতে রিস্ক বেইসড সুপারভিশন চালু করা হবে।”

তিনি আরও বলেন, “আর্থিক খাতে রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হলে রাজনীতির গুণগত পরিবর্তন প্রয়োজন। কারণ, রাজনৈতিক চাপ শুধু প্রাতিষ্ঠানিক ঝুঁকি নজরদারির মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতে, ব্যাংকিং খাতে টেকসই শৃঙ্খলা নিশ্চিত করতে ঝুঁকি ব্যবস্থাপনায় এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।